‘আজীবন’ ঘরে বসে কাজ করতে পারবেন টুইটার কর্মীরা 0 1098

ঘরে বসে কাজ টুইটার কর্মীদের

লকডাউনের পর সেপ্টেম্বরের আগে অফিস খোলার সম্ভাবনা নেই। তবে এরপর অফিস খুললেও অনেক কর্মীকে স্থায়ীভাবে বাড়িতে বসে কাজ করার অনুমতি দেবে টুইটার।

মঙ্গলবার টুইটার কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।

সান ফ্রান্সিসকো ভিত্তিক সংস্থা টুইটার জানিয়েছে, করোনার সংক্রমণের শুরু থেকে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে মার্চ থেকেই তাদের বাড়িতে বসে কাজের অনুমতি দেয় টুইটার কর্তৃপক্ষ। এতে ইতিবাচক ফল পাওয়ায় তাদের এই নীতি অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে।

টুইটারের একজন মুখপাত্র বলেছেন, বিকেন্দ্রীকরণের বিষয়ে এবং যে কোনও জায়গা থেকে কাজ করতে সক্ষমতার ওপর আমরা শুরু থেকে জোর দিয়েছিলাম।

তিনি জানান, ‘গত কয়েক মাসে সংস্থাটি প্রমাণ করেছে তারা কাজটা করতে পারেন। আমাদের কর্মীরা কাজটা ভালো মতোই করেছেন।  যদি আমাদের কর্মীদের এমন ভূমিকা ও পরিস্থিতি থাকে, তাদের বাড়ি থেকে তারা অফিস  করতে সক্ষম হবেন, তাহলে আজীবন তারা এটি চালিয়ে যেতে পারেন। আমরা তার অনুমতি দিতে চাই।’

টুইটারের সেই মুখপাত্র জানিয়েছেন, অফিস খোলার সিদ্ধান্তটা তাদের। তবে যদি কর্মীরা ফিরে আসে তবে সেটা তাদের সিদ্ধান্ত হবে।

তিনি বলেন, সেপ্টেম্বরের আগে অফিসগুলো খোলা সম্ভব হবে না। তাছাড়া অফিস খুললেই এটি আগের মতো হবে না।

ফেসবুক এবং গুগলের মতো বিশ্বখ্যাত সংস্থাগুলোও তাদের অনেক কর্মীদের জানিয়েছে, বছরের শেষ নাগাদ তারা ঘরে বসেই কাজ করতে পারবে।

Previous ArticleNext Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উবার ইটস – বিদায়! 0 1293

উবার ইটস

তবে যথারীতি চালু থাকছে উবার রাইডস

আগামী ২ জুন থেকে বাংলাদেশে বন্ধ হয়ে যাচ্ছে উবার ইটস সেবা কার্যক্রম। এর মাধ্যমে ঢাকার বিভিন্ন রেষ্টুরেন্টের খাবার অর্ডার নেওয়া ও সবরাহ করা হতো। তবে উবার রাইডস বা পরিবহন সেবা যথারীতি চালু থাকবে। মঙ্গলবার উবারের ওয়েবসাইটে প্রকাশিত বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, যদিও উবার কর্তৃপক্ষ দুঃখিত যে- উবার ইটস বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে এদেশে কমিউনিটিকে সেবা দিতে উবার দৃঢ়প্রতিজ্ঞ। কমিউনিটির কাছে আমরা রাইডসের মাধ্যমে সেবা যথারীতি সেবা পৌঁছে দেওয়া হবে।

বিভিন্ন আর্ন্তজাতিক মাধ্যমের খবর অনুযায়ী করোনাভাইরাস আঘাত হেনেছে উবারের বৈশ্বিক ব্যবসায়। গত সপ্তাহে মোট কর্মীর প্রায় ১৪ শতাংশ ছাঁটাই করেছে এ কোম্পানি। এর ফলে চাকরি হারিয়েছেন ৩ হাজার ৭০০ উবার কর্মী। এ ছাড়া বিশ্বব্যাপী ৪৫টি অফিস বন্ধের ঘোষণা দিয়েছে উবার। সব মিলিয়ে ব্যবসার এক চতুর্থাংশ ছেঁটে ফেলছে রাইড শেয়ারিংয়ে বিশ্বের শীর্ষস্থানীয় এই কোম্পানি।

হোয়াটসঅ্যাপে যে ৭ ভুল এড়িয়ে চলবেন 0 1484

হোয়াটসঅ্যাপ ব্যবহারের নিয়ম

বিশ্বজুড়ে যোগাযোগের জন্য অন্যতম জনপ্রিয় মেসেঞ্জার অ্যাপলিকেশন (অ্যাপ) ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ।

ফোন নম্বরের মাধ্যমেই সহজেই আমরা যোগাযোগ রাখতে পারি এই অ্যাপে। আবার এর মাধ্যমে খুব সহজেই আমরা এক জায়গা থেকে অন্য জায়গার মানুষের সাথে ম্যাসেজে, ভিডিও কল, ছবির আদান-প্রদান ইত্যাদি হয়ে থাকে। কিন্তু আমাদের নিজস্ব কিছু ভুলের জন্যই আমরা অনেক সময় নানান ঝামেলাই পড়ে যায়।

তাই চুরি, হ্যাকারদের হাত থেকে বাঁচতে হোয়াটসঅ্যাপে এই ৭টি ভুল এড়িয়ে চললে তবেই প্রতিকার মিলবে। এগুলো হলো- 

১. আমরা মাঝে মাঝেই আমাদের হোয়াটসঅ্যাপে প্রোফাইল ফটো পরিবর্তন করে থাকি। কিন্তু আমরা এটা জানি না যে এর থেকে হতে পারে নানান বিপদ। কারণ আমাদের কনট্যাক্ট লিস্টে থাকা প্রত্যেকেই আমাদের হোয়াটসঅ্যাপে প্রোফাইল ফটো দেখতে পান। এমনকি এর থেকে অনেক রকম তথ্য় পেয়ে যান অনেকে। সেক্ষেত্রে আপনি আপনার হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে প্রাইভেসিতে থাকা তিনটি অপশনের (এভরিওয়ান, মাই কনট্যাক্ট, নোবডি) মধ্যে যেকোনো একটি ব্যবহার করতে পারেন।

২. আমাদের ফোনের কনট্যাক্ট লিস্ট থেকে কিছু অপ্রাসঙ্গিক নম্বর ডিলিট করে দিতে হবে। যাদের সাথে অনের আগে পরিচয় হলেও এখন আর কোনও যোগাযোগ নেই। এর ফলে বিপদ অনেকটা কম হতে পারে। কারণ বর্তমানে দেশের বেশির ভাগ মানুষই এখন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত।

৩. হোয়াটসঅ্যাপ ব্যবহার করার আগে এই অ্যাপের সেটিংসে গিয়ে প্রাইভেসিতে সব কিছু মাই কনট্যাক্ট করে নিন। এর ফলে আপনি এই অ্যাপের মাধ্যমে আপনার পরিবারের কাউকে বা বন্ধুকে যাই কিছু দেবেন, তা শুধু সেই দেখতে পাবে, অন্য কেউ না।

৪. অনেক সময়ই হয়ে যে আমরা না চাইলেও আমাদের কনট্যাক্ট লিস্টে থাকা কিছু মানুষ হঠাৎ করেই কোনো একটি গ্রুপে নিয়ে নেয়। এর জন্য প্রাইভেসিতে থাকা মাই কনট্যাক্ট এক্সসেপ্ট ব্যবহার করতে পারেন। এর ফলে যে কেউ চাইলেই আপনাকে গ্রুপে নিতে পারবে না।

৫. প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই হোয়াটসঅ্যাপে ‘গুড মর্নিং’ ধরনের কিছু ছবি সহ ম্যাসেজে আসতে থাকে। প্রয়োজনীয় ছবি ছাড়া অন্যান্য কোনও ছবি নিজের ফোনে রাখার প্রয়োজন নেই।

৬. আমরা মাঝে মাঝেই হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ করি। যদি কোনও চ্যাট আপনার প্রয়োজন হয়ে তাহলে সেটি আলাদা ভাবে সেভ করে রাখুন। কারণ অযথা চ্যাট ব্য়াকআপের ফলে বাড়তে পারে নানান সমস্যা।

৭. হোয়াটসঅ্যাপের মাধ্যমে এমন কোনো খবর ছড়াবেন না যার ফলে সমাজের কোনও ক্ষতি হতে পারে। এই ধরনের ম্যাসেজের ফলে আপনি গ্রেপ্তারও হতে পারেন। সূত্র: জিনিউজ