বিশ্বকাপ টুয়েন্টি ২০(T20 World Cup) বা আইসিসি ওয়ার্ল্ড টি২০ বা আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের টুয়েন্টি ২০ পদ্ধতির আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা বিশেষ। প্রতিযোগিতাটি বিশ্ব ক্রীড়া নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি(ICC) কর্তৃক পরিচালিত হয়। প্রতিযোগিতায় ২০ দলের অংশগ্রহণ থাকে। এর মধ্যে ১০টি আইসিসি’র পূর্ণ সদস্যভূক্ত স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বাকি দলের অংশগ্রহণের জন্যে আইসিসি বিশ্ব টুয়েন্টি ২০ যোগ্যতা নির্ধারণী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়। অতঃপর শীর্ষস্থানীয় দুই দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। বর্তমানে প্রতিযোগিতাটি প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হয়ে থাকে। এক নজরে এবার দেখে নেয়া যাক বিগত বছরগুলোতে কারা ছিল টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন।
আইসিসি টি টুয়েন্টি বিশ্বকাপ এর রোল অফ অনার (২০০৭-২০২৪)
সাল | ভেন্যু | চ্যাম্পিয়ন | রানার আপ |
২০০৭ | দক্ষিণ আফ্রিকা | ভারত | পাকিস্তান |
২০০৯ | ইংল্যান্ড | পাকিস্তান | শ্রীলংকা |
২০১০ | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | অষ্ট্রেলিয়া |
২০১২ | শ্রীলংকা | ওয়েস্ট ইন্ডিজ | শ্রীলংকা |
২০১৪ | বাংলাদেশ | শ্রীলংকা | ভারত |
২০১৬ | ভারত | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড |
২০২১ | সংযুক্ত আরব আমিরাত ও ওমান | অস্ট্রেলিয়া | নিউজিল্যান্ড |
২০২২ | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | পাকিস্তান |
২০২৪ | মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ | ভারত | দক্ষিণ আফ্রিকা |
উল্যেখ্য, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ও ভারত টুর্ণামেন্ট টির সবচেয়ে সফলতম দল। দল ৩ টি মোট ২ বার করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। পাকিস্তান, অস্ট্রেলিয়া, শ্রীলংকা ১ বার করে টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ঘরে নিয়েছে। অনেক ভাল টি টুয়েন্টি ক্রিকেট খেললেও বাংলাদেশ, নিউজিল্যান্ড, দক্ষিন আফ্রিকা এখনও পর্যন্ত টি টুয়েন্টি বিশ্বকাপ শিরোপার মুখ দেখে নি। পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সালে ভারত ও শ্রীলংকা যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে।
আরো পড়ুনঃ >>
<< আইসিসি ওয়ানডে বিশ্বকাপ এর চ্যাম্পিয়ন তালিকা >>
<< আইসিসি ওয়ানডে বিশ্বকাপ – ম্যান অফ দ্যা ফাইনাল তালিকা >>
<< আইসিসি ওয়ানডে বিশ্বকাপ – ম্যান অফ দ্যা সিরিজ তালিকা >>
<< টি টুয়েন্টি বিশ্বকাপ – ম্যান অফ দ্যা টুর্নামেন্ট তালিকা >>