ক্রিকেট বিশ্বকাপ – ম্যান অফ দ্যা টুর্নামেন্ট তালিকা 0 1035

ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট

বিশ্বকাপ ক্রিকেট। পৃথিবীর বিভিন্ন দেশের ক্রিকেট প্রেমীদের কাছে এক অপেক্ষার নাম। ১৯৭৫ সালে শুরু হয়ে ২০১৯ অবধি একে একে শেষ হয়ে গেল একদিনের ৫০ ওভারের বিশ্বকাপ ক্রিকেটের ১২ টি আসর। ২০২৩ সালের ১৩ তম বিশ্বকাপ ক্রিকেট আসর অনুষ্ঠিত হবে আমাদের প্রতিবেশি দেশ ভারতে। এবার জেনে নেয়া যাক এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ক্রিকেট বিশ্বকাপ গুলোর আয়োজক, বিশ্বচ্যাম্পিয়ন ও  ম্যান অফ দ্যা টুর্নামেন্ট / সিরিজ জেতা ক্রিকেটারদের তালিকা।

সাল আয়োজক চ্যাম্পিয়ন ম্যান অফ দ্যা টুর্নামেন্ট
১৯৭৫ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ দেয়া হয় নি
১৯৭৯ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ দেয়া হয় নি
১৯৮৩ ইংল্যান্ড ভারত দেয়া হয় নি
১৯৮৭ ভারত-পাকিস্তান অস্ট্রেলিয়া দেয়া হয় নি
১৯৯২ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড পাকিস্তান মার্টিন ক্রো
১৯৯৬ ভারত-পাকিস্তান-শ্রীলংকা শ্রীলংকা সনাথ জয়সুরিয়া
১৯৯৯ ইংল্যান্ড-স্কটল্যান্ড-আয়ারল্যান্ড অস্ট্রেলিয়া ল্যান্স ক্লুজনার
২০০৩ দক্ষিন আফ্রিকা-জিম্বাবুয়ে-কেনিয়া অস্ট্রেলিয়া শচীন টেন্ডুলকার
২০০৭ ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া গ্লেন ম্যাকগ্রাথ
২০১১ ভারত-বাংলাদেশ-শ্রীলংকা ভারত যুবরাজ সিং
২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া মিচেল স্টার্ক
২০১৯ ইংল্যান্ড ইংল্যান্ড কেন উইলিয়ামসন
২০২৩ ভারত প্রযোজ্য নয় প্রযোজ্য নয়


Previous ArticleNext Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

টি টোয়েন্টি বিশ্বকাপ বিজয়ীদের তালিকা 0 691

টি টোয়েন্টি বিশ্বকাপ বিজয়ীদের তালিকা

বিশ্বকাপ টুয়েন্টি ২০(T20 World Cup) বা আইসিসি ওয়ার্ল্ড টি২০ বা আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের টুয়েন্টি ২০ পদ্ধতির আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা বিশেষ। প্রতিযোগিতাটি বিশ্ব ক্রীড়া নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি(ICC) কর্তৃক পরিচালিত হয়। প্রতিযোগিতায় ২০ দলের অংশগ্রহণ থাকে। এর মধ্যে ১০টি আইসিসি’র পূর্ণ সদস্যভূক্ত স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বাকি দলের অংশগ্রহণের জন্যে আইসিসি বিশ্ব টুয়েন্টি ২০ যোগ্যতা নির্ধারণী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়। অতঃপর শীর্ষস্থানীয় দুই দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। বর্তমানে প্রতিযোগিতাটি প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হয়ে থাকে। এক নজরে এবার দেখে নেয়া যাক বিগত বছরগুলোতে কারা ছিল টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন।

আইসিসি টি টুয়েন্টি বিশ্বকাপ এর রোল অফ অনার (২০০৭-২০২৪)

সালভেন্যুচ্যাম্পিয়নরানার আপ
২০০৭দক্ষিণ আফ্রিকাভারতপাকিস্তান
২০০৯ইংল্যান্ডপাকিস্তানশ্রীলংকা
২০১০ওয়েস্ট ইন্ডিজইংল্যান্ডঅষ্ট্রেলিয়া
২০১২শ্রীলংকাওয়েস্ট ইন্ডিজশ্রীলংকা
২০১৪বাংলাদেশশ্রীলংকাভারত
২০১৬ভারতওয়েস্ট ইন্ডিজইংল্যান্ড
২০২১সংযুক্ত আরব আমিরাত ও ওমানঅস্ট্রেলিয়ানিউজিল্যান্ড
২০২২অস্ট্রেলিয়াইংল্যান্ডপাকিস্তান
২০২৪মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজভারতদক্ষিণ আফ্রিকা

উল্যেখ্য, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ও ভারত টুর্ণামেন্ট টির সবচেয়ে সফলতম দল। দল ৩ টি মোট ২ বার করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। পাকিস্তান, অস্ট্রেলিয়া, শ্রীলংকা ১ বার করে টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ঘরে নিয়েছে। অনেক ভাল টি টুয়েন্টি ক্রিকেট খেললেও বাংলাদেশ, নিউজিল্যান্ড, দক্ষিন আফ্রিকা এখনও পর্যন্ত টি টুয়েন্টি বিশ্বকাপ শিরোপার মুখ দেখে নি। পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সালে ভারত ও শ্রীলংকা যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে।

আরো পড়ুনঃ >>

<< আইসিসি ওয়ানডে বিশ্বকাপ এর চ্যাম্পিয়ন তালিকা >>

<< আইসিসি ওয়ানডে বিশ্বকাপ – ম্যান অফ দ্যা ফাইনাল তালিকা >>

<< আইসিসি ওয়ানডে বিশ্বকাপ – ম্যান অফ দ্যা সিরিজ তালিকা >>

<< টি টুয়েন্টি বিশ্বকাপ – ম্যান অফ দ্যা টুর্নামেন্ট তালিকা >>

টি টুয়েন্টি বিশ্বকাপ – ম্যান অফ দ্যা টুর্নামেন্ট তালিকা 0 710

টি টুয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup Cricket)। পৃথিবীর বিভিন্ন দেশের ক্রিকেট প্রেমীদের কাছে এক আকর্ষণের নাম। কম সময়ে বেশি বিনোদন দিতে পারাই এর প্রধান কাজ। ২০০৭ সালে শুরু হয়ে ২০২২ অবধি একে একে শেষ হয়ে গেল টি টুয়েন্টি ক্রিকেটের ৮ টি জমজমাট বিশ্বকাপ আসর। ২০২৪ সালের ৯ম টি টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট আসর অনুষ্ঠিত হবে আমাদের প্রতিবেশি দেশ ভারতে। এবার জেনে নেয়া যাক এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া টি টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ গুলোর আয়োজক, বিশ্বচ্যাম্পিয়ন ও  ম্যান অফ দ্যা টুর্নামেন্ট / সিরিজ(Man of The Tournament) জেতা ক্রিকেটারদের তালিকা।

 

সাল আয়োজক চ্যাম্পিয়ন ম্যান অফ দ্যা টুর্নামেন্ট
২০০৭ দক্ষিণ আফ্রিকা ভারত শহীদ আফ্রিদি
২০০৯ ইংল্যান্ড পাকিস্তান তিলকারত্নে দিলশান
২০১০ ওয়েষ্ট ইন্ডিজ ইংল্যান্ড কেভিন পিটারসেন
২০১২ শ্রীলংকা ওয়েষ্ট ইন্ডিজ শেন ওয়াটসন
২০১৪ বাংলাদেশ শ্রীলংকা বিরাট কোহলি
২০১৬ ভারত ওয়েষ্ট ইন্ডিজ বিরাট কোহলি
২০২১ সংযুক্ত আরব আমিরাত-ওমান অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্ণার
২০২২ অস্ট্রেলিয়া ইংল্যান্ড স্যাম কুরান

আরো পড়ুনঃ ক্রিকেট বিশ্বকাপের ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট তালিকা