লকডাউনের পর সেপ্টেম্বরের আগে অফিস খোলার সম্ভাবনা নেই। তবে এরপর অফিস খুললেও অনেক কর্মীকে স্থায়ীভাবে বাড়িতে বসে কাজ করার অনুমতি দেবে টুইটার।
মঙ্গলবার টুইটার কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।
সান ফ্রান্সিসকো ভিত্তিক সংস্থা টুইটার জানিয়েছে, করোনার সংক্রমণের শুরু থেকে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে মার্চ থেকেই তাদের বাড়িতে বসে কাজের অনুমতি দেয় টুইটার কর্তৃপক্ষ। এতে ইতিবাচক ফল পাওয়ায় তাদের এই নীতি অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে।
টুইটারের একজন মুখপাত্র বলেছেন, বিকেন্দ্রীকরণের বিষয়ে এবং যে কোনও জায়গা থেকে কাজ করতে সক্ষমতার ওপর আমরা শুরু থেকে জোর দিয়েছিলাম।
তিনি জানান, ‘গত কয়েক মাসে সংস্থাটি প্রমাণ করেছে তারা কাজটা করতে পারেন। আমাদের কর্মীরা কাজটা ভালো মতোই করেছেন। যদি আমাদের কর্মীদের এমন ভূমিকা ও পরিস্থিতি থাকে, তাদের বাড়ি থেকে তারা অফিস করতে সক্ষম হবেন, তাহলে আজীবন তারা এটি চালিয়ে যেতে পারেন। আমরা তার অনুমতি দিতে চাই।’
টুইটারের সেই মুখপাত্র জানিয়েছেন, অফিস খোলার সিদ্ধান্তটা তাদের। তবে যদি কর্মীরা ফিরে আসে তবে সেটা তাদের সিদ্ধান্ত হবে।
তিনি বলেন, সেপ্টেম্বরের আগে অফিসগুলো খোলা সম্ভব হবে না। তাছাড়া অফিস খুললেই এটি আগের মতো হবে না।
ফেসবুক এবং গুগলের মতো বিশ্বখ্যাত সংস্থাগুলোও তাদের অনেক কর্মীদের জানিয়েছে, বছরের শেষ নাগাদ তারা ঘরে বসেই কাজ করতে পারবে।